বিশেষ অর্জন. ৪নং আড়বাব ইউনিয়ন ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। নাটোর জেলা লালপুর উপজেলাধীন ৪নং আড়বাব ইউনিয়ন পরিষদ অবস্থিত। এটি একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। উল্লেখযোগ্য অর্জনসমূহ. ১। আড়বাব ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টারের মাধ্যমে পান্তিক জনগোষ্টীর মাঝে সরকারী ও বেসরকারী সেবা সঠিক সময়ে পৌছে দেওয়া। এছাড়াও এজেন্ট ব্যাংকিং, একশোপ, একপে ইত্যাদি সেবা ডিজিটাল সেন্টারে পাওয়া যায়। আড়বাব ইউনিয়নে বিভিন্ন ধর্মের লোক বাস করে। মুসলিম, হিন্দু ও খ্রিষ্ট্রান । প্রত্যেকের ভাষা বাংলা। প্রত্যেক ধর্মের নিজস্ব সংস্কৃতি রয়েছে যা যথারীতি পালন করে থাকেন। আড়বাব ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS