Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Agricultural Information Service

 

সেবা সূমহ

কৃষি তথ্য সার্ভিস প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রর্কে সচেতনতা সৃষ্টি এবং তাদের জীবন ব্যবস্থার মান উন্নয়ন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও পুষ্টি সমৃদ্ধ করে তোলা তথা জনগণের খাদ্য নিরাপত্তা অর্জন এবং দারিদ্র বিমোচনে অব্যাহত ভূমিকা পালনে সহায়তা করতে দৃঢ়প্রতিজ্ঞ।

কৃষি তথ্য সার্ভিসের  কার্যাবলী

১.১.কৃষি তথ্য সার্ভিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের একটি স্বতন্ত্র দপ্তর। এর মূল কাজ হলো কৃষিবিষয়ক তথ্য প্রচার ও প্রকাশনা।

১.২.কৃষির আধুনিক লাগসই প্রযুক্তি সহজ, সরল ও সাবলীল ভাষায় মানসম্মত তথ্য সেবা কৃষকদের কাছে পৌঁছে দেয়াই কৃষি তথ্য সার্ভিসের কাজ।

১.৩.কৃষি তথ্য সার্ভিস দু’টি মূল ধারায় কাজ করে থাকে যথা: ক) প্রিণ্ট মিডিয়া ও খ) ইলেকট্রনিক মিডিয়া।

ক.  প্রিণ্ট মিডিয়া

1.  বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষকের করণীয় বিষয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রচারণা;

2.  কৃষিকথা, সম্প্রসারণ বার্তা, ফোল্ডার, লিফলেট, বুকলেট, পোস্টার,বিজ্ঞাপন, কৃষি ডাইরি প্রকাশনা;

3.  অঞ্চল ও জাতীয় কৃষি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ।

4.  ডিজিটাল কৃষি সম্প্রসারণে অহ্চল পর্যায়ে বিভিন্ন সেবা র্মলক কার্যত্রমে অংশগ্রহন।

খ.   ইলেকট্রনিক মিডিয়া

1.  জাতীয় দুর্যোগ মোকাবেলায় দ্রুত টেলপ, বিজ্ঞাপন, টক শো, ফিলার নির্মাণ ও মাঠ পর্যায়ে প্রদর্শনের ব্যবস্থা;

2.  বেতার কৃষি কার্যক্রম সম্প্রচাওে সার্বিক সহায়তা প্রদান;

3.  বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ এবং বাংলার কৃষি অনুষ্ঠান ধারণ ও সার্বিক কারিগরি সহায়তা প্রদান;

4.  কৃষি সংবাদে তথ্য প্রেরণ;

5.  কৃষি প্রামাণ্য চিত্র প্রদর্শনী;

6.  ভিডিও প্রদর্শনী ইত্যাদি;

7.  বেসরকারি চ্যানেলে তথ্যবহুল কৃষি কার্যক্রম প্রচারে সার্বিক সহায়তা প্রদান।

১.৪.কৃষি তথ্য সার্ভিস  বেতার কাথকা  লিখন ও উপস্থাপন কৌশলসহ কৃষিতে উন্নয়ন যোগাযোগের ওপর কৃষি সম্প্রসারণ/ মৎস্য/ প্রাণীসম্পদ/ বনবিভাগ/ বিআরডিবি/ কৃষি গবেষণা/ ধান গবেষণা/ পাট গবেষণা/ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট/ বিএডিসি/স্থানীয় সংবাদকর্মী ও এনজিওকর্মীকে প্রায় স্থানীয়ভাবে প্রশিক্ষণ দিয়ে আসছে।

১.৫.সর্বোপরি সরকার কর্তৃক নির্ধারিত/ ঘোষিত অন্যান্য  সকল সেবাসমূহ প্রদান করা।